বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

একই মঞ্চ নাটকে তিন প্রজন্মের তিন অভিনয়শিল্পী

| প্রকাশের সময় : ১০ মে, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: রোকেয়া রফিক বেবী, আজাদ আবুল কালাম ও জ্যোতি সিনহা। বাংলাদেশের তিন প্রজন্মের এই তিন শিল্পী এবার একসঙ্গে হাজির হবেন মঞ্চে। নতুন রেপার্টরি নাট্যদল হৃৎমঞ্চ মঞ্চে নিয়ে আসছে নতুন নাটক রুধিররঙ্গিণী। শুভাশিস সিনহার লেখা ও নির্দেশনায় নাটকটি মঞ্চে আসবে আগামী ১৫ মে। এই নাটকের মাধ্যমে প্রথমবার মণিপুরি থিয়েটারের বাইরে এসে কোনো নাটক নির্দেশনা দিচ্ছেন তরুণ মেধাবী নির্দেশক শুভাশিস সিনহা। একই সাথে এই নাটকের মাধ্যমেই বাংলাদেশের নাট্যাঙ্গনে যুক্ত হতে যাচ্ছে নতুন রেপার্টরি নাট্যদল হৃৎমঞ্চ। দলটির প্রথম প্রযোজনা হিসেবে মঞ্চে আসছে শুভাশিস সিনহার লেখা ও নির্দেশনায় নাটক রুধিররঙ্গিণী। হৃৎমঞ্চের সমন্বয়ক পাভেল রহমান বলেন, থিয়েটার আর্ট ইউনিটের রোকেয়া রফিক বেবী, প্রাচ্যনাটের আজাদ আবুল কালাম, ও সাধারণ স¤পাদক জ্যোতি সিনহা। দেশের প্রথম সারির তিনটি নাট্যদলের এই তিন নন্দিত শিল্পী এবার একসঙ্গে মঞ্চে অভিনয় করবেন। এটা নাট্যাঙ্গনে চমকপ্রদ একটা ঘটনা হবে। বাংলাদেশের সমকালীন নাট্যমঞ্চের মেধাবী নাট্যকার ও নির্দেশক শুভাশিস সিনহা। হৃৎমঞ্চ প্রথম প্রযোজনা হিসেবে শুভাশিস সিনহার লেখা নাটক রুধিররঙ্গিণী মঞ্চে আসছে তারই নির্দেশনায়। নাটকটি নির্দেশনা দেবার পাশাপাশি দলটির আর্টিস্টিক ডিরেক্টর হিসেবেও যুক্ত আছেন শুভাশিস সিনহা। নাট্যকার ও নির্দেশক শুভাশিস সিনহা বলেন, প্রায়শই বলা হয়ে থাকে, আমাদের সমকালীন নাট্যসাহিত্য দুর্বল। রুধিররঙ্গিণী এ ধারণাকে বদলে দেবে বলে আশা করা যায়। হৃৎমঞ্চ মূলত হৃদয়ের মঞ্চ। নিজস্ব মাটি ও প্রকৃতির সঙ্গে স¤পৃক্ত থেকে আন্তর্জাতিক মানের নাটক মঞ্চে আনবে এই রেপার্টরি নাট্যদলটি। এই লক্ষ্য নিয়েই দলটির যাত্রা হলো শুরু। দলটি নাট্যসাহিত্যের উচ্চমানের দিকে খেয়াল রেখেই আগামী প্রযোজনাগুলো মঞ্চে আনবে।
ছবিঃ মঞ্চ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন