শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মাদক বিক্রেতার কারাদন্ড

প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

মোরেলগঞ্জ (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা : মোরেলগঞ্জ শেখ রেশমা নামে এক হিজড়াকে ১ বছরের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মাদক বহন ও বিক্রির দায়ে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুদা তাকে এই দ-াদেশ দেন। শেখ রেশমা মংলা পোর্টের নতুন কবরস্থান এলাকার মো. ওমর আলী শেখের সন্তান। জানা যায়, বুধবার রাতে পুলিশের মোরেলগঞ্জের ফেরিঘাট এলাকা থেকে আটক হয় রেশমা। পুলিশ তার নিকট থেকে ৪৫ পুরিয়া গাঁজা, গাঁজা মাপার একটি বাটখারা, একটি ছুরি ও গাঁজা বিক্রির কিছু টাকা জব্দ করে। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে সোপর্দ করা হয় ভ্রাম্যমাণ আদালতে।
গোপালগঞ্জে সংবাদ সম্মেলন
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ই-সেবা সম্পর্কে জনগণকে অবহিতকরণ ও জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করতে সংবাদ সম্মেলন করেছে গোপালগঞ্জ জেলা তথ্য অফিস। প্রধানমন্ত্রীর কার্যালয় একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের আওতায় গত বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে ই-সেবা সম্পর্কিত নানা দিক তুলে ধরেন ভারপ্রাপ্ত জেলা তথ্য অফিসার মল্লিক সারদিল উল্লা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন