মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : মঠবাড়িয়া থানা পুলিশ গত বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার উত্তর মিঠাখালী (গুদিঘাটা) মান্নান পহলানের বাড়ির সামনে রাস্তার ওপর থেকে ৯০ পিস ইয়াবাসহ আজিম হাওলাদার ও রনি তালুকদার নামের দুই ব্যবসায়ীকে আটক করেছে। আজিম হাওলাদার হলতা গুলিশাখালী গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও রনি তালুকদার একই গ্রামের হাতেম তালুকদারের ছেলে। অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন পৌর শহরের নিউমার্কেট এলাকার হোটেল নূর আলম আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ইব্রাহিম ও মহারাজ মিয়া নামে দুই যুবককে ৫ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। আটক ইব্রাহিম উপজেলার নলী জয়নগর এলাকার হাবিবুর রহমানের পুত্র এবং মহারাজ থানাপাড়া এলাকার মাহতাব উদ্দিনের ছেলে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন