মঙ্গলবার ০৮ অক্টােবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১, ০৪ রবিউস সানী ১৪৪৬ হজিরী

আন্তর্জাতিক সংবাদ

কাশ্মীরে বন্দুকযুদ্ধে এক ভারতীয় সেনা নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মে, ২০১৮, ৩:২৯ পিএম

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে শনিবার দেশটির কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর(সিআরপিপি) এক সদস্য নিহত ও একজন বেসামরিক লোক আহত হয়েছেন।



কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে ৩৫ কিলোমিটার দূরে পোলওয়ামা জেলার তাকিয়া-ওয়াগান এলাকায় এই বন্দুকযুদ্ধ সংঘটিত হয়।-খবর সিনহুয়ার।

এক পুলিশ কর্মকর্তা বলেন, সিআরপিপি সদস্যরা রাতে গ্রামের বিচ্ছন্নতাবাদীদের একটি গোপন আস্তানা ঘিরে ফেলে। ভোর রাতে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এসময় একজন নিহত হয়।

পুলিশ জানায়, তিন বিচ্ছিন্নতাবাদী এক পর্যায়ে আধা সামরিক বাহিনীর ঘেরাও ভেঙ ফেলতে সক্ষম হয়। তারা দ্রুততম সময়ে এলাকা ত্যাগ করে। বন্দুকযুদ্ধে তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন