শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বাটির দাম আড়াইশ’কোটি টাকা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মে, ২০১৮, ৮:৪৬ পিএম

দাম শুনে অবাক লাগলেও ব্যাপারটা কিন্তু সত্যি। চীনে একটি চিনামাটির বাটি নিলামে ৩০ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলারে (টাকায় আড়াইশ’ কোটির বেশি) বিক্রি হয়েছে। বাটিটির ব্যাস ছয় ইঞ্চিরও কম। প্রশ্ন উঠতে পারে, এ বাটিতে কী এমন ছিল যে তা এত দামে বিক্রি হল! এটি আসলে চীনের কিং সাম্রাজ্যের ব্যবহৃত একটি বাটি। অষ্টাদশ শতাব্দীতে সম্রাটের পরিবার এ বাটি ব্যবহার করেছিল বলে প্রমাণ মিলেছে। নিলামে তোলার মাত্র ৫ মিনিটের মধ্যে এটি বিক্রি হয়ে যায়। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি টেলিফোনে নিলাম আয়োজকদের জানান, তিনি বাটিটি ৩০ দশমিক ৪ মিলিয়ন ডলারে কিনে নিতে চান। তবে নিজের পরিচয় গোপন রেখে সেটা কিনবেন তিনি। ডেইলি মেইল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন