শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আগামী বছর দুই বিপিএল!

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : মাত্র কয়েকদিন আগেই বোর্ড সভাপতি নাজমুল হাসান এ বছর বিপিএলের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিলেন। তবে বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানালেন নতুন খবর। জাতীয় নির্বাচন সামনে থাকায় এ বছর বিপিএল নাও হতে পারে।
সম্ভাব্য সূচি অনুযায়ী ৫ অক্টোবর থেকে ১৬ নভেম্বরের মধ্যে হওয়ার কথা ছিল বিপিএল। জাতীয় নির্বাচন হওয়ার কথা ডিসেম্বরে। দুই মাস আগেও নিরাপত্তার সমস্যা হওয়ার চেয়েও সংকট অন্য জায়গায়। জানা গেছে বেশিরভাগ দলের পক্ষ থেকেই এসেছে আপত্তি। ফ্র্যাঞ্চাইজি মালিকদের অনেকেই জাতীয় নির্বাচনে সরাসরি যুক্ত থাকায় তারা ওই সময়টায় খেলতে রাজি হচ্ছেন না।
তবে বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন নিরাপত্তার কারণেই পিছিয়ে দেওয়া হতে পারে বিপিএল, ‘বিপিএল পিছিয়ে দিতে আমরা সিরিয়াসলি ভাবছি। কারণ এটা জাতীয় নির্বাচনের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। ঐ সময় তিনটা ভেন্যুতে খেলা এবং খেলোয়াড়দের নিরাপত্তা দেওয়া কঠিন হয়ে যেতে পারে। সেটি হলে জানুয়ারির দিকে আয়োজন করা হতে পারে।’
ডিসেম্বর জানুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে খেলার কথা বাংলাদেশের। ওই সময় বিপিএল নিয়ে যাওয়ার চিন্তা থাকলেও তা এখনো চূড়ান্ত নয় বলে জানান তিনি, ‘আমরা এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। কিন্তু এই সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নেব।’ পাশাপাশি মল্লিক এটিও জানিয়ে রাখলেন, জানুয়ারিতে বিপিএলের ষষ্ঠ আসর হলে আগামী বছর অক্টোবর-নভেম্বরে হবে এর সপ্তম আসর। তার মানে এক বছরে দুই বিপিএল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন