বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

ইনকিলাব রিপোর্ট | প্রকাশের সময় : ১৬ মে, ২০১৮, ১:৫৬ পিএম | আপডেট : ১০:১৫ পিএম, ১৬ মে, ২০১৮

পবিত্র রমজানের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে সিদ্ধান্ত দিতে আজ বুধবার মাগরিবের পর বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এ দিন সারা দেশের মুসলমানদের চোখ থাকবে আকাশের দিকে। চাঁদ উঠলেই যে শুরু হবে হিজরি ১৪৩৯ সনের মহিমান্বিত পবিত্র রমজান মাস। রাতে তারাবিহ আদায় শেষে ভোরে সেহরি খাবেন তারা।
আগামীকাল বৃহস্পতিবার রাখবেন প্রথম রোজা। আর আজ বুধবার চাঁদ না উঠলে শুক্রবার হবে প্রথম রোজা।
রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ও কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন নম্বরে এবং ৯৫৬৩৩৯৭, ৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বর বা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
হিজরি বর্ষে ক্ষণগণণা শুরু হয় সন্ধ্যায় চাঁদ ওঠা থেকে। আগে রাত অতিবাহিত হওয়ার পর দিন আসে। সে কারণেই আজ সন্ধ্যায় চাঁদ উঠলে শুরু হয়ে যাবে পবিত্র রমজান মাস। তবে প্রথম রোজাটি কাটবে কাল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
MD.SHAIFUL ISLAM MAZUMDER ১৬ মে, ২০১৮, ৪:৩২ পিএম says : 0
I am interested to it
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন