শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় বিজ্ঞাপন কর্মকর্তা নিহত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ মে, ২০১৮, ২:২১ পিএম
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় নাজিম উদ্দিন (৩২) নামে ইংরেজি দৈনিক পত্রিকা ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগের এক কর্মকর্তা নিহত হয়েছেন।
 
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে এ দুর্ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, নাজিম উদ্দিন যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে মোটরসাইকেলে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন। এ সময় তার মোটরসাইকেলটি একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গেলে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন নাজিম। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
 
নিহত নাজিম ইংরেজি দৈনিক পত্রিকা ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগের কর্মকর্তা। তিনি ভোলা জেলার লালমোহন উপজেলার বালুরচর গ্রামের আনিসুল হকের ছেলে।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন