রোববার , ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯ আশ্বিন ১৪৩০, ০৮ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শেরপুরে জেলা কারাগারে মাদক মামলার সাজাপ্রাপ্ত মহিলা আসামীর মৃত্যু

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ মে, ২০১৮, ৪:৩০ পিএম

শেরপুর জেলা কারাগারে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত মহিলা আসামি মাফুজা বেগম-(৭২) নামে এক আসামীর মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষের দাবী মাফুজা বেগম স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছে।
জেল কর্তৃপক্ষ জানান, পার্শ্ববর্তী জামালপুর জেলার ফুলবাড়িয়ার মৃত তৈয়ব আলীর স্ত্রী মাফুজা বেগম মাদকের একটি মামলায় ৬ মাসের সাজা খাটছিল। বুধবার রাতে মাফুজা কারা অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়লে তাকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ ১৭ মে ভোর রাতে সে মারা যায়। তবে এ বিষয়ে কারা কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কথা বলতে চায়নি। বিষয়টি দুপুরে নিশ্চিত করেছে কারাকর্তৃপক্ষ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন