শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

স্থানীয়দের মারধরের শিকার চবি শিক্ষার্থী

চবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ মে, ২০১৮, ৯:০৯ পিএম

কথা কাটাকাটির জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করেছে এলাকাবাসী। আজ সধন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১নং গেট এলাকায় মারধরের এ ঘটনা ঘটনা ঘটে। মারধরের শিকার আজমল বিশ্বদ্যিালয়ের সঙ্গীত বিভাগের ১৭-১৮ সেশানের শিক্ষার্থী।
সূত্রে জানা যায়, আজমল ১ নং গেটে জাবেদ এর দোকানে মোবাইল কার্ড কিনতে যায় এ সময় তাদের দুজনের মধ্যে বাকবিদন্ডা হয়। এক পর্যায়ে দোকানদার জাবেদ দোকান থেকে বের হয়ে আজমলকে মারতে থাকে। এ সময় আরো কয়েকজন এসে আজমলকে বেধড়ক মারধর করে। মারধরের শিকার আজমল বলেন, কার্ড কেনা নিয়ে দোকানদারের সাথে আমার কথা কাটাকাটি হয় এক পর্যায়ে সে আমার কলার ধরে কিল ঘুষি দিতে থাকে । আমাকে হুমকি দেয় “আর একটা কথা বললে জানে মেরে ফেলবে।” মারধরের এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বেশ কয়েকজন বিক্ষুব্দ শিক্ষার্থী ওই দেকানদারের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে দেয়। আধাঘন্ট মত বন্ধ থাকার পরে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজরি সার্কেল) আব্দুল্লাহ আল মাসুমের আশ্বাসে তারা গেট খুলে দেয় ।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজরি সার্কেল) আব্দুল্লাহ আল মাসুম ইনকিলাবকে বলেন, ঘটনা আমরা শুনেছি ভিকটিমকে অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে । অভিযোগ হাতে পেলে আমরা আইনআনুক ব্যবস্থা নিব। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, এটা যেহেতু বিশ্ববিদ্যালয়ের বাইরের ঘটনা সেহেতু আমরা ভিকটিমকে থানায় অভিযোগ করতে বলেছি। এবং আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন