শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১, ৩০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

অভ্যন্তরীণ

সাতক্ষীরায় ১১ ট্রাক ভর্তি ভারতীয় পান আটক

প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে : সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর থেকে ছেড়ে আসা ১১টি ট্রাক ভর্তি দেড় কোটি টাকা মূল্যের ৬৬ দশমিক ৩ মেট্রিক টন ভারতীয় পান জব্দ করেছেন বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বাশকল চেক পোস্ট এলাকা থেকে  পানগুলো আটক করা হয়। মোটা অংকের রাজস্ব ফাঁকি দিয়ে এসব পান ভারত থেকে নিয়ে আসেন আমদানিকারক। গতকাল শুক্রবার দুপুরে বিজিবি সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের এক কর্মকর্তা জানান, রাজস্ব ফাঁকি দিয়ে ১১টি ট্রাক ভর্তি পান ভোমরা স্থল বন্দরের উপর দিয়ে রাজধানী ঢাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি দল ভোমরা সড়কের বাশকল চেকপোস্টে ট্রাকগুলো থামায়। এসময় কাগজপত্র দেখে প্রমানিত হয় যে,  ট্রাকগুলোতে ৬৬ দশমিক ৩ মেট্রিক টন পান থকলেও এতে  ৬০ ভাগ কর ফাঁকি দেওয়া হয়েছে। ফলে সরকার  বিপুল অংকের রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। আটককৃত ১১টি ট্রাক ও পানের মূল্য আনুমানিক সাত কোটি টাকা। এদিকে, ভোমরা স্থল বন্দরের কিছু ব্যবসায়ী জানিয়েছেন, একটি দুষ্টু চক্র কাষ্টমস কর্মকর্তাদের সাথে যোগসাজস করে দীর্ঘদিন এধরণের ব্যবসা চালিয়ে আসছে। তারা আরো জানান, এর ফলে সৎ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন