‘কোচিং সেন্টার মানে জঙ্গিবাদ ও জামায়াত শিবিরের আড্ডাখানা। আমি যেন কোনো জেলায় কোচিং সেন্টার না দেখি। মেসগুলোতেও অভিযান চালাতে হবে।’ গতকাল (বুধবার) নগরীর খুলশিতে ডিআইজির সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপারদের উদ্দেশ্যে এসব কথা বলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এস এম মনির-উজ-জামান। সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, মাদকের সঙ্গে পুলিশের কেউ জড়িত থাকলে তারাও রেহাই পাবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা ধরে অভিযান চলছে। যদি পুলিশের কেউ জড়িত থাকে সেও রেহাই পাবে না। তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অভিযানের কারণে মাদক ব্যবসায়ীরা মাদক পাচারের রুট পরিবর্তন করেছে বলেও মন্তব্য করেন ডিআইজি। তিনি বলেন, কক্সবাজার টেকনাফ থেকে মাদক ব্যবসায়ীরা এখন রুট পরিবর্তন করে সমুদ্র পথে মাদক পাচার করছে। নদীপথে স›দ্বীপ, হাতিয়া ইত্যাদি জায়গায় ইয়াবাসহ অন্যান্য মাদক নিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, শুধু আইন শৃংখলা বাহিনী দিয়ে মাদক নিমূর্ল সম্ভব নয়। মিডিয়া এবং সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন