বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

জেরুজালেম পদক্ষেপে যুক্তরাষ্ট্রের খ্যাতি শূন্যে নেমেছে : এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৮, ১২:০০ এএম

vvvvcs


জেরুজালেমকে যুক্তরাষ্ট্র তার দূতাবাস স্থানান্তরের কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান। তিনি বলেন, এই পদক্ষেপের কারণ যুক্তরাষ্ট্রের খ্যাতি প্রায় শূন্যের কোঠায় নেমে গেছে। বুধবার টিআরটি ওয়ার্ল্ড’কে দেয়া এক সাক্ষাতকারে রজব তাইয়্যেপ এরদোগান এসব কথা বলেন। স¤প্রতি জেরুজালেমে মার্কিন দূতাবাসের স্থানান্তর এবং ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রাইডম্যানের বিতর্কিত ছবির সম্পর্কে এরদোগানকে জিজ্ঞাসা করা হয়। এ ব্যাপারে এরদোগান বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তার খ্যাতিকে শূন্যে নামিয়ে এনেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরাইল যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে (জেরুজালেমে দূতাবাস সরানো) যার কোনো মূল্য নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পর জেরুজালেম পদক্ষেপ নিয়ে জাতিসংঘের ভোটের কথা স্মরণ করিয়ে এরদোগান বলেন, ‘এটি আমাদের দেখিয়ে দেয় যে এই সমস্ত পদক্ষেপ বিশ্বব্যাপী অনুমোদিত নয়। যদি আপনি বলেন, ‘আমার কাছে টাকা আছে, আমার ক্ষমতা রয়েছে এবং এগুলো ব্যবহার করে আমি সবাইকে ভয় দেখাতে পারি’, আপনি এটা করতে পারবেন না এবং কেউ আপনাকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করবে না।’ তিনি আরো বলেন, ‘এবং এখন আপনি সেখানে (জেরুজালেম) আপনার দূতাবাস স্থানান্তরিত করেছেন। তাতে কি হয়েছে? ফিলিস্তিন রাজধানী শহর জেরুজালেম এবং এটা পৃথিবীর সবাই জানে। এ সম্পর্কে কারো কোনো দ্বিধা নেই। তা আপনি স্বীকার করেন বা না করেন, এতে আামদের কিছু আসে যায় না। তুর্কি প্রেসিডেন্ট ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বর্বরতা ও হত্যাকান্ড ‘দস্যুতাবৃত্তি, পাশবিক এবং রাষ্ট্রীয় সন্ত্রাস’ হিসেবে বর্ণনা করেন এবং জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির সমালোচনা করে বলেন, অনিবার্যভাবে এটি তাদেরকে গ্রাস করবে। আনাদুলো এজেন্সি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
লোকমান ২৫ মে, ২০১৮, ২:৩২ এএম says : 0
তাতে তাদের কিছুই যায় আসে না
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন