বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে একে পার্টির ইশতেহার ঘোষণা এরদোগানের: শক্তিশালী তুরস্ক গড়ার অঙ্গীকার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৮, ১২:০০ এএম

আধুনিক শক্তিশালী তুরস্ক গড়ার অঙ্গীকার ব্যক্ত করে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান। জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি) তুরস্কে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। নির্বাচনে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির পক্ষ থেকে প্রতিদ্ব›িদ্বতা করছেন বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান। স্ট্রং পার্লামেন্ট, স্ট্রং গভর্নমেন্ট, স্ট্রং তুর্কি শিরোনামে ঘোষিত এ ইশতেহারে তুরস্ককে শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার তুরস্কের আঙ্কারায় এক বর্ণিল অনুষ্ঠানে এরদোগান এ ইশতেহার ঘোষণা করেন। জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির ঘোষিত এ ইশতেহারে ১৪৬টি প্রকল্পের কথা তুলে ধরে প্রধানত ৬টি বিষয়ের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে অর্থনৈতিক অগ্রগতির ওপর। ইশতেহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের চলমান সমস্যা নিরসনের পরিকল্পনাও তুলে ধরা হয়েছে। দুই দেশের মধ্যে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখার কথা বলা হয়েছে এতে। অর্থনৈতিক ও রাজনৈতিক অগ্রগতির জন্য যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও সম্পর্ক উন্নত করার কথা বলা হয়েছে। প্রসঙ্গত, অন্যান্য ইউরোপিয়ান দেশগুলো তুরস্কের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পর বসনিয়ার রাজধানী সারাজেভো থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করে একে পার্টি। একে পার্টি সারাজেভো শহরে এক বিশাল নির্বাচনী শোভাযাত্রার আয়োজন করে যাতে শুধু ইউরোপে বিভিন্ন দেশ থেকেই দশ হাজার মানুষ এবং বসনিয়ায় বসবাসরত তুরস্কের সকল নাগরিক অংশ গ্রহণ করে। এতে এরদোগান বক্তব্য রাখেন। আগামী জুন মাসের ২৪ তারিখের আগাম নির্বাচনকে সামনে রেখে এই শোভার আয়োজন করা হয়। তুরস্কের ভোটারদের মধ্যে বিশাল একটি অংশ বাস করে অস্ট্রিয়া, নেদারল্যাপন্ড ও জার্মানিতে। গত সপ্তাহে দেশগুলো জানিয়েছে তারা তুরস্কের কোনো রাজনৈতিক কর্মকান্ড অনুমোদন করবে না। ইয়ানি শাকাফ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন