শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পাবনার বাজারে হাইব্রিড লিচুর তাপ

পাবনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৮, ৬:০৩ পিএম

পাবনায় হাইব্রিড লিচুর গায়ে তাপ বাড়ছে। দেশী এবং বোম্বাই জাতের লিচুর সাথে ক্রস করা লিচু বাজারে এসেছে। পাবনার দাপুনিয়া, বাঁশেরবাদা, ঈশ্বরদীর ছলিমপুর থেকে পাবনা শহর ও উপজেলা বাজারে লিচু উঠেছে। কোন কোন লিচুর গায়ের রঙ অস্বভাবিক লাল। ভেজাল কিনা তা এখনও প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। কৌশলী লিচু ব্যবসায়ীরা বাগানেই কাপড়ের রঙ স্প্রে কওে বলে জানা গেছে। তারপরও মওসুমী ফল লিচু বলে কথা । রোজদারদের ইফতারেই শুধু নয়, বাড়িতে খাওয়ার জন্য লিচু কিনছেন ক্রেতা সাধারণ। একশত লিচু আড়াইশত টাকা দরে বিক্রি হচ্ছে। লিছু খুব সল্প সময়ের ফল । তাই মওসুমের শুরুতেই মওসুমী ফল লিচু কিনতে হচ্ছে। এই লিচুর চালান শেষ হওয়ার পর বাজারে আসবে দিনাজপুর, রাজশাহীর নামকরা বোম্বাই লিচু। এর দাম হবে চড়া। ক্রেতা সাইদুল ইসলাম জানালেন,পাবনার এই লিচু আড়াইশত টাকা দরে তিনি কিনেছেন। বোম্বাই লিচু পবিত্র রোজার শেষ দিকে বাজারে আসবে। ধরে নেওয়া যায় এই লিচুর দাম কমপক্ষে ৩শত থেকে সাড়ে ৩ শত টাকার কম হবে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন