বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

দিনে ২২ ঘণ্টার রোজা পালন করছেন যারা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মে, ২০১৮, ১২:০০ এএম

এই পৃথিবীতে সবচেয়ে লম্বা রোজা রাখছেন আইসল্যান্ডের অধিবাসীরা। চব্বিশ ঘণ্টা দিনের মাত্র দুই ঘণ্টার পানাহার এবং সেহরির কাজ সারতে হচ্ছে। এই কঠিন চ্যালেঞ্জের সঙ্গে তারা কীভাবে মানিয়ে নিচ্ছেন? আসলে সেখানে অনেক আগে সূর্যোদয় হয়, আর অনেক পরে অস্ত যায়। বিবিসি এক ভিডিও-তে জানাচ্ছে সেই মানুষগুলোর কথা, যারা দিনে ২২ ঘণ্টার রোজা পালন করছেন। এই মুসলমানরা দিনের পুরোটা সময়ই পানাহার ছাড়া কাটিয়ে দিচ্ছেন। একজন বলছেন, আপনি যখন কিছু বিশ্বাস করছেন তখন তার জন্যে যেকোনো কিছু করতে পারেন। এটা আমার বিশ্বাস যা আমাকে এগিয়ে নিতে থাকে, তখন তা অনেক সহজ হয়ে যায়, বললেন আরেকজন। আইসল্যান্ডের মুসলমানরা দীর্ঘতম রোজা পালন করে। তা ছাড়া বছরের এই সময়টাতে সেখানকার দিনগুলোও সবচেয়ে বড় হয়। অনেক লম্বা দিন। রাত ১১টার দিকে সূর্য মাত্র ডোবে। আর উদয় হয় ভোর ৪টার দিকে। রাতে মাত্র ২ ঘণ্টা সময় থাকে খাওয়ার জন্যে। বছর পাঁচেক আগে পাকিস্তান থেকে আইসল্যান্ডে পাড়ি দিয়েছেন সুলামান। গভীর রাতে একবাটি দই আর ফলের পর সূর্যদ্বয়ের আগ পর্যন্ত তিনি কিছুই খান না। বিগত ২২ বছর ধরে আমি রমজান মাসে রোজা রাখি। ভোরের একটু আগ থেকে সূর্যদ্বয়ের মধ্যে হাতে কিছুটা সময় থাকে। আসলে এটা এখন প্রতিদিনের জীবনের অংশ হয়ে গেছে। সুলামানকে রাতে খাওয়ার পরের ৫ ঘণ্টার মধ্যেই কাজের জন্যে ছুটতে হবে। ধারণা করা হয়, আইসল্যান্ডে এক হাজারের বেশি মুসলমান বাস করেন। তবে তাদের সবাই দীর্ঘতম রোজা পালন করেন না। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন