শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ভোমরা বন্দরে পান আটক - দুই রাজস্ব কর্মকর্তা ও ৪ প্রতিষ্ঠানের নামে মামলা

প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার
সাতক্ষীরার ভোমরা বন্দরে কর ফাঁকি দিয়ে আনা দেড় কোটি টাকার পান আটকের ঘটনায় দুই রাজস্ব কর্মকর্তাসহ আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টের নামে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে সাতক্ষীরা সদর থানায় ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার সিরাজুল ইসলাম ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারায় এ মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন-ভোমরা বন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা মাসুদ রানা, সহকারী রাজস্ব কর্মকর্তা আরিফ হোসেন, আমদানিকারক প্রতিষ্ঠান সুমাইয়া এন্টারপ্রাইজ ও আশিক এন্টারপ্রাইজ, সিঅ্যান্ডএফ এজেন্ট আলেয়া এন্টারপ্রাইজ ও সুন্দরবন এন্টারপ্রাইজ। মামলার বিবরণে বলা হয়, আমদানিকারক প্রতিষ্ঠান সুমাইয়া এন্টারপ্রাইজ ও আশিক এন্টারপ্রাইজ গত বৃহস্পতিবার দুপুরে ৩২ দশমিক ৮১০ মেট্রিক টন পানের এলসি করে ৬৬ দশমিক ৩ মেট্রিক টন পান আমদানি করে। যা আমদানিকারকদের পক্ষে ছাড় করে সিঅ্যান্ডএফ এজেন্ট আলেয়া এন্টারপ্রাইজ ও সুন্দরবন এন্টারপ্রাইজ। এলসি বহির্ভূত ৩৩ দশমিক ৯০ মেট্রিক টন পান আমদানি করে রাজস্ব ফাঁকি দেয়ার অভিযোগে ওইদিন রাতে পানগুলো জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এর একদিন পর ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার সিরাজুল ইসলাম ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারায় উল্লিখিতদের নামে মামলা দায়েন করেছেন। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন