মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই শুক্রবার সতর্ক করে জানিয়েছে, রাশিয়ার কম্পিউটার হ্যাকাররা ৫০টিরও বেশি দেশে কয়েক হাজার বাসা ও অফিসের রাউটার হ্যাক করেছে। এর মধ্য দিয়ে রুশ হ্যাকাররা ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এখবর জানা গেছে। এফবিআই বিভিন্ন ব্র্যান্ডের রাউটারের মালিকদের আহ্বান জানিয়েছে তা বন্ধ করে পুনরায় চালু এবং নিজেদের সুরক্ষার জন্য নির্মাতা প্রতিষ্ঠানের কাছ থেকে সর্বশেষ আপডেট ডাউনলোড করার জন্য। এছাড়া রিমোট ব্যবস্থাপনা বাতিল ও পাসওয়ার্ড পরিবর্তনেরও পরামর্শ দেওয়া হয়েছে। বুধবার আদালতের এক আদেশে এফবিআই এক হ্যাকারের একটি ওয়েবসাইট জব্দ করার অনুমতি পায়। ওই হ্যাকার রাউটারকে নির্দেশনা দেওয়ার পরিকল্পনা করছিল। যদিও ওই সন্দেহজনক যোগাযোগ এফবিআই বিচ্ছিন্ন করতে পারেনি এবং রাউটারটি আক্রান্ত হয়। এরপরই শুক্রবার আক্রান্ত রাউটারগুলোকে ঝুঁকিমুক্ত করার উদ্যোগ হিসেবে এই সতর্কতা জারি করা হলো। রয়টার্স, এপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন