বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান-এর নবনির্বাচিত কমিটির অভিযাত্রা

বিনোদন রিপোর্ট | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৮, ১২:০০ এএম

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এর নবনির্বাচিত কমিটির কেন্দ্রীয় ও নির্বাহী পরিষদের যাত্রা শুরু হচ্ছে ১ জুন থেকে। এদিন সকাল ১১টায় জাতীয় নাট্যশালার সেমিনার হলে নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। উল্লেখ করা প্রয়োজন গত ৪ ও ৫ মে ২৩তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। ৫ মে সকাল ১০.২০টা থেকে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে ভোট গ্রহণ শুরু হয় এবং দুপুর ২.২০ টায় সমাপ্ত হয়। ঢাকাসহ সারাদেশ থেকে শত শত নাট্যকর্মী শিল্পকলা একাডেমিতে সমাগত হয়। রাত একটার পর প্রধান নির্বাচন কমিশনার সকল প্রতিদ্ব›দ্ধী প্রার্থীদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণার পরপর বিজয়ীদের অভিনন্দন জানান পরাজিত প্রার্থীরা এবং উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয় নির্বাচন। ইতমধ্যে তিনটি পদ ছাড়া সকল পদের চুড়ান্ত ফলাফল ৯ মে প্রকাশ করে নির্বাচন কমিশন। নাট্যকর্মীদের দৃঢ় বিশ্বাস, এবারে বিজয়ী সৃজনশীল নতুন কমিটি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এর দায়িত্ব গ্রহণ করে সারাদেশের নাট্যচর্চায় একটা গুণগত পরিবর্তন আনতে সক্ষম হবে এবং তাদের নেতৃত্বে শিল্পের এই শাখাটি শত ফুলে বিকশিত হবে। নতুন নেতৃতে গতি পাবে সারাদেশের নাট্যাঙ্গন। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান একমাত্র জাতীয় সংগঠন যেখানে মঞ্চের সকল প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোট প্রদানের মাধ্যমে নিজেদের নেতৃত্ব নির্বাচন করে থাকে। যেহেতু নাট্যকর্মীরা সমাজ পরিবর্তনের কথা বলে, তাই তাদের সংগঠন বা নেতৃত্ব গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত হবে এটাই স্বাভাবিক। এজন্য তাদের সাধুবাদ প্রাপ্য। কারণ গণতন্ত্রের প্রতি তাদের আস্থা অবিচল। নবনির্বাচিত কমিটির সেক্রেটারী জেনারেল কামাল বায়েজীদ বলেন, আমরা একটি টিম হয়ে কাজ করতে চাই। আমি বিশ্বাস করি, এবারের কমিটি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান-এর কার্যক্রমে এক ধরনের নতুন মাত্রা যোগ করবে। ঋত্বিক নাট্যজন লিয়াকত আলী লাকীর সৃজনশীল নেতৃত্বে আমরা সবাই একযোগে কাজ করব এবং গ্রুপ থিয়েটার ফেডারেশানের গতানুগতিক ধারা ভেঙ্গে নতুন নতুন ভাবনা নিয়ে সকলে মিলে সময়োপযোগী করে গড়ে তুলতে চাই নাট্যকর্মীদের প্রাণের সংগঠন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানকে। এবারের নির্বাচনে নির্বাচিতরা হলেন লিয়াকত আলী লাকী (চেয়ারম্যান), কামাল বায়েজীদ (সেক্রেটারী জেনারেল), লাকী ইনাম (সভাপতিমন্ডলীর সদস্য-কেন্দ্র), অনন্ত হীরা (সভাপতিমন্ডলীর সদস্য-কেন্দ্র), মোসলেম উদ্দিন সিকদার (সভাপতিমন্ডলীর সদস্য-চট্টগ্রাম বিভাগ), উত্তম কুমার সাহা (সভাপতিমন্ডলীর সদস্য- ঢাকা বিভাগ), রাজ্জাক মুরাদ (সভাপতিমন্ডলীর সদস্য-রংপুর বিভাগ), শুভংকর চক্রবর্তী (সভাপতিমন্ডলীর সদস্য-বরিশাল বিভাগ), মমিন বাবু (সভাপতিমন্ডলীর সদস্য- রাজশাহী বিভাগ), অনিরুদ্ধ কুমার ধর শান্তনু (সভাপতিমন্ডলীর সদস্য-সিলেট বিভাগ), শাহাদাত হোসেন খান হীলু (সভাপতিমন্ডলীর সদস্য-ময়মনসিংহ বিভাগ), মো. নাজিম উদ্দিন জুলিয়াস (সভাপতিমন্ডলীর সদস্য-খুলনা বিভাগ) চন্দন রেজা (এসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল), রফিকুউল্লাহ সেলিম (সম্পাদক-অর্থ), খন্দকার শাহ আলম (সম্পাদক-অনুষ্ঠান), অভিজিৎ সেনগুপ্ত (সম্পাদক-প্রশিক্ষণ), আবদুল হালিম আজিজ (সম্পাদক-তথ্য ও গবেষনা), মাসুদ আলম বাবু (সম্পাদক-প্রচার), চঞ্চল সৈকত (সম্পাদক-আন্তর্জাতিক), মাসুদ পারভেজ মিজু (সম্পাদক-প্রকাশনা)ও খোরশেদুল আলম (সম্পাদক-দপ্তর)সহ ৫৩জনের কেন্দ্রীয় ও নির্বাহী পরিষদ গঠিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন