শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

কবরীর স্মৃতিকথা নিয়ে ঈদের রাঙা সকাল

বিনোদন রিপোর্ট | প্রকাশের সময় : ৩১ মে, ২০১৮, ১২:০০ এএম

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী নায়িকা কবরীর অভিনয় অভিষেক হয়েছিল তার প্রথম ছবির পরিচালক ও নায়ক সুভাষ দত্তের একটি চড়ের মাধ্যমে। ‘সুতরাং’ চলচ্চিত্রের প্রথম দিনের শুটিংয়ে গুলশান পার্কে একটি দৃশ্য ধারণের জন্য গাছে চড়তে হয়েছিল তাকে। সেখান থেকে মাটিতে পড়ে যাওয়ার পরই ঘটে বিপত্তি। ব্যথার কারণে ঠিক মতো শট দিতে পারছিলেন না তিনি। আর তখনই নায়ক-পরিচালক সুভাষ দত্ত চড় মেরে শাসন করেন কবরীকে। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে এসে স্মৃতি রোমন্থন করে কবরী বলেন, ‘ঠিক সেদিনই চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারের মেয়ে মীনা পালের চলচ্চিত্রে অভিষেক হয়েছিল। দত্ত দা (সুভাষ দত্ত) মীনা পালের নাম বদলে রেখেছিলেন কবরী।’ কবরী জানান, রাজ্জাক-শাবানা অভিনীত ‘অবুঝ মন’ ছবির ‘শুধু গান গেয়ে পরিচয়’ গানটিতে তাকেই দর্শক দেখতে পেত। কারণ এ ছবিটিতে অভিনয়ের জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন। পরবর্তীতে যে কোনো কারণেই হোক ছবিটিতে তার আর অভিনয় করা হয়নি। কবরী ‘রাঙা সকাল’-এর দুই ঘন্টার আড্ডায় জানিয়েছেন, দেশ নিয়ে তার স্বপ্নের কথা। নিজেকে নিয়ে ভবিষ্যত পরিকল্পনা বলতে গিয়ে কবরী জানিয়েছেন, সময় পেলে তার আত্মজীবনীমূলক গ্রন্থ ‘স্মৃতিটুকু থাক’র দ্বিতীয় খন্ডের কাজ শুরু করতে চান। ‘রাঙা সকাল’ এর দর্শকদের জন্য ঈদ উপহার হিসেবে কবরী গান গেয়েছেন। করেছেন অভিনয়। রুম্মান রশীদ খান ও লাবণ্য’র উপস্থাপনায় রাঙা সকাল-এর বিশেষ এই পর্বটি প্রচারিত হবে ঈদের পরদিন সকাল ৭টা থেকে ৯টায়, মাছরাঙা টেলিভিশনে। ‘রাঙা সকাল’ প্রযোজনা করেছেন রাকিবুল আলম ও জোবায়ের ইকবাল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন