বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

নতুন কোচের অধীনে রিয়ালের ‘চলার সময় এসেছে’ -জিদান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মে, ২০১৮, ৬:০৫ পিএম


পাঁচ দিন আগেই জিতেছেন চ্যাম্পিয়নস লিগের হ্যাট্রিক শিরোপা। রিয়াল মাদ্রিদে সেই উৎসব এখনও থামেনি, এরই মধ্যে ‘লস ব্লাঙ্কোদের’ কোচের পদ থেকে আচমকা সরে দাঁড়ালেন জিনেদিন জিদান।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রিয়ালের কোচের চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছেন ফরাসি কিংবদন্তি। ইউরোপিয়ান ফুটবলে ধারাবাহিক সাফল্য পাওয়ার পরও পদত্যাগ করার কারণে তিনি জানিয়েছেন, খেলোয়াড়ের নতুন ‘মেথড’-এর প্রয়োজনীয়তা অনুভব করছেন তিনি। নতুন কোচের অধীনে রিয়ালের ‘চলার সময় এসেছে’ বলেও মন্তব্য করেছেন জিদান।

গত শনিবার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ফাইনালে লিভারপুলের মুখোমুখি হয়েছিল রিয়াল। কিয়েভের ওই ফাইনালে ইংলিশ ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতার টানা তিন শিরোপা ঘরে তোলে রিয়াল। জিদানের হাত ধরেই এসেছে এই সাফল্য। অথচ বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা করেছেন তিনি, ‘সময়ে এসেছে চলে যাওয়ার। এই খেলোয়াড়দের অন্য পরামর্শক দরকার, অন্য মেথড প্রয়োজন।’

চ্যাম্পিয়নস লিগে সাফল্য পেলেও ঘরোয়া ফুটবলে মোটেও ভালো সময় যায়নি রিয়ালের। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা কাছে হারিয়েছে লিগ ও কাপের শিরোপা। যদিও এই ব্যর্থতা বা অন্য বিষয়ে রিয়াল থেকে কোনও ধরনের চাপ আসেনি বলেও নিশ্চিত করেছেন বিশ্বকাপ জয়ী তারকা। স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি, ‘এটা পুরোপুরি আমার সিদ্ধান্ত। অনেক লোকজন হয়তো এটা বুঝবেন না, তবে এটা আমার সিদ্ধান্তই। সময় এসেছে পরিবর্তনে।’ গোল ডটকম

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন