মুসলিম নারীদের বোরকা পরিধানে নিষেধাজ্ঞা আরোপকারী ইউরোপীয় দেশের তালিকায় নাম লেখাল ডেনমার্ক। বৃহস্পতিবার ডেনমার্কের পার্লামেন্টে এ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে। পার্লামেন্টে এ সংক্রান্ত বিলটি উত্থাপন করে মধ্য-ডানপন্থী জোট সরকার। ৭৫-৩০ ভোটে বিলটি পাস হয়। আর ভোটদানে বিরত ছিলেন ৭৪ জন। আগামী ১লা আগস্ট থেকে আইনটি কার্যকর হবে। কেউ এই আইন অমান্য করলে প্রথম দফায় ১ হাজার ডেনিশ ক্রোনার এবং দ্বিতীয় দফায় ১০ হাজার ক্রোনার জরিমানার বিধান রাখা হয়েছে। দ্য গার্ডিয়ান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন