দিনাজপুরের বিরলে বিশেষ অভিযান চালিয়ে মাদক সম্রাঙ্গী লাবনীসহ ৫ জন মাদক ব্যবসায়ীর সেবনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সূত্রে জানাগেছে, গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিরল থানার নবাগত অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুলের নেতৃত্বে মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ ৫ জনকে আটক করেছে। আটককৃত হল, দিনাজপুর কতোয়ালী থানার পাটুয়াপাড়া মহল্লার আজিজুল ইসলামের স্ত্রী সম্রাঙ্গী লাবনী (২৮), চাউলিয়া পট্রির মহল্লার নাজুর ছেলে জনি (২৭), বিজোড়া ইউপি’র ভগবানপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সেলিম (২৬), রাণীপুকুর ইউপি’র জসৎপুর গ্রামের মৃত কোবাদ আলীর ছেলে আব্বাস আলী (৩৫) এবং ধর্ম্মপুর ইউপি’র গোবিন্দপুর গ্রামের সোম মর্মুর ছেলে মাদকসেবী সুনীল মর্মু। আটককৃতদের বিরদ্ধে বিরল থানায় পৃথক পৃথক ভাবে মামলা দায়ের হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন