বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ওমর সানি ও মিশা সওদাগর দ্বন্ধ মৌসুমীকে মিশা বুড়ি বলেছে -ওমর সানি

| প্রকাশের সময় : ৬ জুন, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: এক সময় ওমর সানি ও মিশা সওদাগরের সাথে চমৎকার বন্ধুত্ব ছিল। এখন এক জন আরেকজনকে দুচোখে দেখতে পারেন না। শত্রæজ্ঞান করেন। সুযোগ পেলেই একে অপরকে কথা বলতে ছাড়েন না। তাদের চমৎকার সম্পর্ক কেন তিক্ত হলো এ নিয়ে ওমর সানি সম্প্রতি গণমাধ্যমকে বলেছেন, মিশার সাথে সম্পর্কের অবনতির শুরু শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে। ওর নির্বাচন করার কথা ছিল না। হুট করে দাঁড়িয়ে গেছে। সেই থেকে দ্বন্ধের শুরু। এ দ্বন্ধ মাথাচাড়া দিয়ে উঠেছে শিল্পী সমিতির ইফতারে দাওয়াত দেয়া না দেয়া নিয়ে। ইফতার পার্টিতে ওমর সানি ও মৌসুমীকে দাওয়াত দেয়া হয়নি নিয়ে বিতর্ক চলে। ওমর সানি বলেছেন, তারা দাওয়াত পাননি। আর শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেছেন, তাদের কার্ড দিয়ে দাওয়াত দেয়া হয়েছে। এ নিয়ে বিতর্ক চলে। এর মধ্যে মিশার এক বক্তব্য নিয়ে ওমর সানি খুবই দুঃখ পেয়েছেন। ওমর সানি বলেন, মিশা নাকি আমার ব্যাপারে বলেছে, ও তো হেরে গেছে। এ কারণে পাগল হয়ে গেছে। এসব শব্দ শোনার পর ওর সঙ্গে কীভাবে স¤পর্ক ঠিক থাকবে। আমি যদি পাগল হয়ে থাকি তাহলে যারা কার্ড পায়নি তারাও পাগল হয়ে গেছে। এটা শিক্ষিত মানুষের শব্দ? আমি কিন্তু ওর প্রশংসা করেছি। ওমর সানি বলেন, কথা কাটাকাটির এক পর্যায়ে মিশা আমাকে বলেছিল, তুই কোন আমলে স্টার ছিলি? কোন আমলে প্রথম সারির হিরো ছিলি? এতে আমি খুব কষ্ট পেয়েছিলাম। এই বিষয় নিয়েই ওর সঙ্গে আমার দূরত্ব। শুধু এ নিয়ে নয়, ও মৌসুমীকে ‘বুড়ি’ বলেছে। এটা কি কোনো শব্দচয়ন হলো! এমন কথা বললে, সম্পর্ক কীভাবে ভালো থাকে! বিভিন্ন সময়ে আমাকে আর মৌসুমীকে নিয়ে নানান ধরণের কটুক্তিও করেছে সে। এসব কথা শোনার পর সম্পর্ক ভাল থাকার কোনো কারণ থাকতে পারে না। অবশ্য চলচ্চিত্রাঙ্গনের অনেকে বলছেন, মিশা ওমর সানিকে যা বলেছে তা ঠিকই আছে। মিশা মুখের উপর সত্য কথা বলে দিয়েছেন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওমর সানিকে কখনোই প্রথম সারির হিরো হিসেবে বিবেচনা করা হতো না। আর মৌসুমীর তো এখন বয়স হয়েছে, ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে, মেয়েও বড় হয়ে গেছে কাজেই মিশা যদি তাকে ‘বুড়ি’ বলে থাকে তবে তাতে দোষের কী আছে! মৌসুমী কি এখন তরুণী আছে!

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন