শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আনজাম মাসুদের টেলি সিনে অ্যাওয়ার্ড লাভ

| প্রকাশের সময় : ৬ জুন, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত টেলিসিনে অ্যাওয়ার্ড লাভ করেছেন উপস্থাপক আনজাম মাসুদ। ‘টেলি সিনে অ্যাওয়ার্ড’-এ এবারই প্রথম উপস্থাপনা ক্যাটাগরি যুক্ত করা হয়। আর তাতে প্রথমবারের মতো শ্রেষ্ঠ উপস্থাপকের অ্যাওয়ার্ড পেলেন আনজাম মাসুদ। বাংলাদেশের উপস্থপনার ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ‘বেস্ট প্রেজেন্টার অব দ্য ইয়ার’ হিসেবে তিনি এই সম্মাননা লাভ করেন। আনজাম মাসুদ বলেন, ‘ধন্যবাদ টেলি-সিনে অ্যাওয়ার্ড সোসাইটিকে এমন একটি সম্মাননায় ভূষিত করার জন্য। এই স্বীকৃতি বাংলাদেশের অর্জন বলেই আমি মনে করি। আমার মতো একজন অতি সাধারণ মানুষকে উপস্থাপক হিসেবে শ্রেষ্ঠত্বর পুরস্কার দেয়ায় আমি আননন্দিত, গর্বিত। আমার এই আন্তর্জাতিক প্রাপ্তি আমার অগ্রজ যারা আছেন তাদের সবাইকে উৎসর্গ করলাম। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে এই পেশায় আরো ভালো করতে পারি।’ উল্লেখ্য, ১৯৯৬ সাল থেকে উপস্থাপক হিসেবে কাজ করছেন আনজাম মাসুদ। সে সময় প্রথম বিটিভিতে ‘বিদ্যাঙ্গন’ নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করতেন। এরপর একই চ্যানেলে ‘আজকাল’ নামক একটি অনুষ্ঠানের উপস্থাপনা করেন। পরবর্তীতে এটিএন বাংলায় ‘এক দুই তিন’ এবং ‘আজ কাল পরশু’র উপস্থাপনা করেন। বিটিভির টানা ছয়টি ‘আনন্দ মেলা’র উপস্থাপক ছিলেন তিনি। দুই বছর ধরে বিটিভিতে প্রচার হচ্ছে তার পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’। দেশে উপস্থাপনার জন্য পুরস্কার হিসেবে অর্জন করেছেন চারবার বাচসাস পুরস্কার’সহ বিসিআরএ, সিজেএফবিসহ আরো বিভিন্ন সংগঠনের পুরস্কার।



 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন