শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নিখোঁজের ৪দিন পর গফরগাঁওয়ে মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুন, ২০১৮, ৩:০০ পিএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে নিখোঁজ হওয়ার ৪দিন পরম মাদক কারবারি মানিক মিয়ার লাশ উদ্ধার করছে পুলিশ। বুধবার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার চরকালিবাড়ি এলাকা থেকে পুলিশ ওই মাদক কারবারির লাশ উদ্ধার করে। নিহতের নামে গফরগাঁও থানায় ৫টি মাদক ও একটি ডাকাতি মামলা রয়েছে। নিহত মানিক চরআলগী ইউনিয়নের চরমছলন্দ জিরাতিপাড়া গ্রামের মতিউর রহমান জগতের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে গুলির শব্দ শুনতে পায়। ভোরে মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে সাড়ে ৪টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
এ সময় পুলিশ মাদক কারবারী মানিকের পকেট থেকে ৪৯টি ইয়াবা উদ্ধার করে। এছাড়াও পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা, ২টি চাপাতি ও ১টি রামদা উদ্ধার করে। পুলিশ ধারনা করে বলছে মাদক কারবারীরা হয়তো ভাগভাটোয়ারা নিয়ে একে অপরকে গুলি করেছে।
তবে নিহতের বড় ভাই কাঞ্চন মিয়া দাবী করে জানায়, গত রবিবার দুপুরে মানিককে পুলিশ গ্রেপ্তার করেছিল।
গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খান বলেন, প্রথমে আমরা মরদেহ অজ্ঞাত হিসেবে উদ্ধার করি। পরে স্থানীয়রা সনাক্ত করেন এটি উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী মানিক মিয়ার মরদেহ । তার বিরুদ্ধে থানায় ৫টি মাদক ও একটি ডাকাতি মামলা রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
kazi Nurul Islam ৬ জুন, ২০১৮, ১২:০৭ পিএম says : 0
Very good, criminal ra road ghatay a vabai moray poray thakay. NO AFSOS.
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন