শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বুড়িচং থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ ৪ জন আটক

বুড়িচং (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জুন, ২০১৮, ৪:২০ পিএম

কুমিল্লার বুড়িচং থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ শ’ ৫০ পিস ইয়াবা, ১১৩ বোতল ফেন্সিডিল ও ৮ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার ও একটি সিএসজি কে উদ্ধার করা হয়েছে। বুড়িচং থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মেজবাহ উদ্দীন জানান-বুড়িচং থানার এএসআই মো. মোয়াজ্জেম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গত ৬ জুন সন্ধ্যা ৬ টায় উপজেলার ষোলনল ইউনিয়নের পয়াত ভরাসার সড়কের নিকট অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন একটি সিএনজিকে থামিয়ে তল্লাশি চালিয়ে এর ভিতরে থাকা যাত্রী থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ ১১৩ বোতল ফেন্সিডিল, ৭৫০ পিস ইয়াবা ও ওই সিএনজি উদ্ধারপূর্বক মো. ফারুক মিয়া নামের এক ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসে। সে কুমিল্লা জেলার কোতয়ালী উপজেলার জামবাড়ী এলাকার মৃত: ময়নাল হোসেনের ছেলে।
এদিকে, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মনোজ কুমার দে জানান- থানার এএসআই সজীব, এএসআই মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার রাজাপুর ইউনিয়নের হিন্দুরী ব্রিজের নিকট গত ৬ জুন সন্ধ্যা ৬ টায় অভিযান চালায়। এসময় পাচারের উদ্দেশ্যে বহনকৃত দুই যুবকের কাছ থেকে ১৫০০ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামের মো. মফিজ মিয়ার ছেলে মো. আসাদুর রহমান সাইদুল ইসলাম (২৬) ও একই উপজেলার উত্তর তেঁতাভূমি গ্রামের মামুন মিয়ার ছেলে মো. জহিরুল ইসলাম (২৪)। এছাড়া, গত ৬ জুন দিবাগত রাত ৩ টা ২৫ মিনিটে অর্থাৎ গতকাল ৭ জুন থানার এসআই ইয়াসিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ পারভেজ (২৪) নামের এক যুবককে গ্রেফতার করে। সে বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামের মো. জয়নাল হোসেনের ছেলে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন