বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মোদির সমালোচনায় ভারতীয় কংগ্রেস সভাপতি: কংগ্রেসই তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে পারে : রাহুল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৮, ১২:০০ এএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, বিজেপি যেভাবে কর্মক্ষেত্র সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিল, তা সৃষ্টি করতে পারেনি। নরেন্দ্র মোদি কর্মসৃষ্টির জন্য প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন ‘মেক ইন ইন্ডিয়া’। তিনি বলেন, শুধু তার দলই তরুণদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করতে পারে। কৃষিখাতে নিরাপত্তা নিশ্চিত করতে পারে। মধ্যপ্রদেশে বিজেপি পরিচালিত শিবরাজ চৌহানেরও সমালোচনা করেন রাহুল গান্ধী। তিনি বলেন, মধ্যপ্রদেশে কৃষকদেরকে আত্মহত্যা থেকে রক্ষা করতে পারছে না শিবরাজ চৌহানের সরকার। কারণ, বিজেপির শীর্ষ পর্যায়ের নেতারা ধনী শিল্পপতিদের বিষয়ে খুব বেশি ব্যস্ত। রাহুল গান্ধী মধ্যপ্রদেশের মান্দসাউরে এক সমাবেশে এসব কথা বলেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি প্রশ্ন রেখে বলেন, প্রধানমন্ত্রী মোদি যে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন তা কোথায় গেলো? কৃষকদেরকে যে আর্থিক নিরাপত্তা দেয়ার কথা নিশ্চিত করা হয়েছিল তা কোথায়? মেক ইন ইন্ডিয়ার কি হলো? যদি আপনি প্রধানমন্ত্রী মোদির ফোন চেক করেন তাহলে দেখতে পাবেন তা ‘মেড ইন চায়না’। এ সময় রাহুল বলেন, কংগ্রেস ক্ষমতায় গেলে মধ্যপ্রদেশের মান্দসাউরেই তৈরি হবে মোবাইল ফোন। চীনের সঙ্গে দোকলাম ইস্যুতে যখন উত্তেজনা বিরাজ করছিল তখন প্রধানমন্ত্রী মোদি কেন নীরবতা অবলম্বন করেন তা নিয়েও প্রশ্ন তোলেন রাহুল। বলেন, চীনা প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে বৈঠক মানেই সব নয়। কোটি কোটি রুপি নিয়ে চলে গেছেন বিজয় মালিয়া, নীরব মোদি ও মেহুল চোকসি। তাদেরকে এক্ষেত্রে অবাধ স্বাধীনতা দেয়া হয়েছে। আমি নিশ্চিত করতে চাই যে, আপনাদের অর্থ আপনাদেরই। এ মাসের শেষের দিকে মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। এ নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন রাহুল। বলেছেন, আমি ১০ দিনের মধ্যে কৃষকদের ঋণ মওকুফ করে দেবো। এ জন্য ১১ দিন সময় নেবো না। যদি আপনারা মধ্যপ্রদেশের নির্বাচনে আমাদেরকে ভোট দেন তাহলে ১০ দিনের মধ্যেই আমরা এ কাজ করে ফেলবো। পিটিআই, এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন