শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

এরশাদ বার্নিকাট বৈঠক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জুন, ২০১৮, ১২:০০ এএম

মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাটের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল শুক্রবার সকালে বারিধারায় প্রেসিডেন্ট পার্কে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টার দিকে বৈঠক শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত চলে। এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভরায় এই তথ্য নিশ্চিত করেন। বৈঠক সম্পর্কে সুনীল শুভরায় বলেন, এটি একটি সৌজন্য সাক্ষাৎ।
বৈঠকে জাপা চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব মেজর (অব.) খালেদ আখতার উপস্থিত থাকলেও দলের কোনো শীর্ষনেতা উপস্থিত ছিলেন না। সাক্ষাতের বিষয়বস্তু জানা যায়নি।
তবে নাম প্রকাশ না করার শর্তে জাতীয় পার্টির এক নেতা বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টির অবস্থান, নির্বাচন কমিশনের ভূমিকা, একাদশ সংসদ নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনাসহ আগামী দিনে জাপার কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট পার্কের এক সূত্র জানায়, এ ধরনের কিছু কথাবার্তা হয়ে থাকতে পারে।
হঠাৎ করে এরশাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ও লম্বা বৈঠক রাজনৈতিক মহলে সৃষ্টি করেছে ব্যাপক কৌতুহল। সবচেয়ে রহস্যজনক বিষয় হলো, বৈঠকে দলের কোনো শীর্ষ নেতা বা খোদ মহাসচিবও উপস্থিত ছিলেন না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mohammed Shah Alam Khan ৯ জুন, ২০১৮, ১২:৩১ এএম says : 0
আন্তর্জাতিক ভাবে এখন বাংলাদেশে দুটা দল সমাদৃত সেটা হচ্ছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কারন বিএনপি ....... দল হিসাবে আন্তর্জাতিক ভাবে চিহ্নিত হয়েছে। আসন্ন নির্বাচনে যদি বিএনপি না আসে তাহলে আওয়ামী লীগকে কিভাবে নিয়ন্ত্রনে নেয়া যায় তারই প্রচেষ্টায় থাকবে আমেরিকা এটাই স্বাভাবিক তাই না?? সেদিক থেকে এরশাদকে যদি শক্তিশালী করা বিশেষভাবে প্রয়োজন তাই না??
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন