শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নওয়াব সলিমুল্লাহ ছিলেন যুগ পরিবর্তনের নেতা - বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ৯ জুন, ২০১৮, ১২:০০ এএম

বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)-এর উদ্যোগে গত বৃহস্পতিবার নবাব স্যার সলিমুল্লাহ্ বাহাদুরের ১৪৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় দলীয় সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, নবাব স্যার সলিমুল্লাহ্ বাহাদুর ছিলেন দেশ মাটি ও মানুষের অধিকার আদায় ও প্রতিষ্ঠার প্রধান সেনা নায়ক। অবহেলিত মানুষের শিক্ষা, সংস্কৃতি সহ ভাগ্য উন্নয়নে তিনি আমরন নিরলস সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন যুগ পরিবর্তনের নেতা। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দলীয় মহাসচিব এডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, ইয়ূথ ফোরামের সভাপতি সাইদুর রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, বিএমএল দলীয় যুগ্ম সম্পাদক কেএম নজরুল ইসলাম, শ্রম ও শিল্প বিষয়ক সম্পাদক আমিনুর রহমান জিন্নাহ, পরিবেশ বিয়ষক সম্পাদক এডভোকেট আব্দুল হালিম, প্রচার সম্পাদক সরওয়ার-ই-আলম খান, যুব বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর আহবায়ক ইঞ্জিনিয়ার সৈয়দ নাসরুল আহসান, সহ সম্পাদক চেয়ারম্যান আজিজুর রহমান লিটন, সহ সভাপতি শহীদুল্লাহ ফকির প্রমূখ।
সকাল বেলা দলীয় মহাসচিব এডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরীর নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ মরহুম নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুরের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতেহা পাঠ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন