বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ইনকিলাবে প্রকাশ: ব্যবসায়ী পরিবারের দায়িত্বে ধামরাইয়ে সেই নবজাতক

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুন, ২০১৮, ১২:০০ এএম

ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ধামরাইয়ের ঢুলিভিটা বাস ষ্ট্যান্ডের কাছে একটি স’মিলের সামনে পলিথিন ব্যাগে কুড়িয়ে পাওয়া সেই সদ্যভূমিষ্ঠ নবজাতক (মেয়ে) শিশুর লালন-পালনের দায়িত্ব নিলেন মেয়ে সন্তানহীন পৌর শহরের লাকুড়িয়াপাড়া মহল্লার ব্যবসায়ী হাজী আবুল কালাম ও তার স্ত্রী সালেহা বেগম। গত বৃহস্পতিবার (৭জুন) বিকেলে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম ওই নবজাতক শিশুকে ব্যবসায়ী পরিবারের কাছে তুলে দেন। জানা গেছে, ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ চরপাড়া গ্রামের শাজাহানের স্ত্রী ফিরোজা বেগম গত মঙ্গলবার (০৫ জুন) তার কর্মস্থল থেকে বাসার উদ্দেশ্যে রওনা হন। ধামরাই থানা বাসস্ট্যান্ডের পশ্চিমে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এলে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় নবজাতকের কান্নার শব্দ শুনতে পান তিনি। পরে নবজাতকটিকে উদ্ধার করে তার বাসায় নিয়ে যান। এ সংবাদ সর্বপ্রথম দৈনিক ইনকিলাব পত্রিকার অনলাইনে প্রকাশের পর অন্যান্য সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম খবর পেয়ে ওই নবজাতক তার হেফাজতে নিয়ে দুইদিন চিকিৎসা করান। এ নিয়ে বুধবার সংবাদ মাধ্যমে সচিত্র সংবাদ প্রকাশের পর ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া মহল্লার ব্যবসায়ী মেয়ে সন্তানহীন হাজী আবুল কালাম ও তার স্ত্রী সালেহা বেগম ওই নবজাতকের দায়িত্ব নেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেন। তবে পরে খোঁজ নিয়ে জানা গেছে, ওই নবজাতক শিশুর মা একজন ভারসাম্যহীন (পাগল) সে এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন