বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মার্কিন নৌবাহিনীর তথ্য চুরির সন্দেহে চীনা হ্যাকাররা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুন, ২০১৮, ১২:০০ এএম

হ্যাকিংয়ের মাধ্যমে মার্কিন নৌবাহিনীর এক ঠিকাদারের কাছ থেকে চীন সরকার স্পর্শকাতর গোপন সামরিক তথ্য চুরি করেছে বলে সন্দেহ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ঘটনাটি খতিয়ে দেখছে, মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে বিবিসি। ওয়াশিংটন পোস্ট বলছে, চুরি যাওয়া তথ্যের মধ্যে শব্দের চেয়েও দ্রুতগতির একটি ক্ষেপণাস্ত্র নির্মাণ প্রকল্পের পরিকল্পনার কথা ছিল। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারির মধ্যে এই সাইবার হামলা হয় বলে নিশ্চিত করেছে সিবিএস নিউজ। যে ঠিকাদার প্রতিষ্ঠান থেকে তথ্য চুরি গেছে, সেটি যুক্তরাষ্ট্রের সামরিক সংগঠনগুলোর সঙ্গে সংযুক্ত ছিল। এরা ডুবোজাহাজ ও সমুদ্রের নিচে অস্ত্র ব্যবস্থাপনা নিয়ে গবেষণা ও সেগুলোর উন্নয়নে কাজ করে। অন্য এক ঘটনায় চীনের এক গুপ্তচরকে স্পর্শকাতর গোপন নথি সরবরাহের অভিযোগে সাবেক এক গোয়েন্দা কর্মকর্তাকে অভিযুক্ত করেছে মার্কিন বিচার বিভাগ। শুক্রবার ফেডারেল এসপিওনাজ অ্যাক্টে ৬১ বছর বয়সী কেভিন ম্যালরিকে দোষী সাব্যস্ত করা হয়। আগামী ২১ সেপ্টেম্বর তাকে আদালতে তোলা হবে, অভিযোগ প্রমাণিত হলে ম্যালরির সর্বোচ্চ যাবজ্জীবন সাজা হতে পারে বলে বিবৃতিতে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ। সিঙ্গাপুরে ১২ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেইজিং ঘনিষ্ঠ উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের বৈঠকের কয়েকদিন আগেই ঠিকাদারের কাছ থেকে তথ্য চুরিতে চীনের সাইবার হামলার কথা প্রকাশ্যে এল। রোড আইল্যান্ডের নিউপোর্টভিত্তিক সামরিক সংগঠন নেভাল আন্ডারসী ওয়ারফেয়ার সেন্টারের সঙ্গে হ্যাকিংয়ের শিকার ঠিকাদার প্রতিষ্ঠানটি কাজ করত, ওয়াশিংটন পোস্টকে এমনটাই জানান মার্কিন কর্মকর্তারা। সী ড্রাগন নামে একটি সামরিক প্রকল্প সংক্রান্ত তথ্যের পাশাপাশি মার্কিন নৌবাহিনীর ডুবোজাহাজ সমৃদ্ধকরণ ইউনিটের ইলেকট্রনিক ওয়ারফেয়ার লাইব্রেরিতেও প্রবেশাধিকার ছিল ওই ঠিকাদার প্রতিষ্ঠানের। ছিল ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ডুবোজাহাজগুলোতে জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সংযুক্তির পরিকল্পনার কথাও। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন