বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

বাজেট ব্যবসাবান্ধব -বিজিএমইএ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জুন, ২০১৮, ১২:০০ এএম

অর্থবছরে (২০১৮-১৯) প্রস্তাবিত বাজেটে পোশাক খাতের কর্পোরেট ট্যাক্স বাড়ানো হলেও সামগ্রিকভাবে এই বাজেটকে ব্যবসাবান্ধব বলছে বিজিএমইএ। সংগঠনটির দাবি, নতুন বাজেট সময় উপযোগী ও ব্যবসাবান্ধব। এই বাজেটে কর্মসংস্থান সৃষ্টি হবে ও বিনিয়োগ বাড়বে। গতকাল শনিবার বিজিএমইএ ভবনে আয়োজিত প্রস্তাবিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান এসব কথা বলেন। সিদ্দিকুর রহমান বলেন, শুধু পোশাক শিল্পের ওপর ভিত্তি করে বাজেট হবে না। নতুন বাজেটে পোশাক শিল্পের জন্য সুখবরও নেই, খারাপ খবরও নেই। তিনি বলেন, তবে বাজেট প্রস্তাবনায় পোশাক শিল্পের কর্পোরেট করহার ১২ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। আর সবুজ শিল্পের জন্য ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ করা হয়েছে। এটা কোনভাবেই কাম্য নয়। আমরা আশা করছি আলাপ-আলোচনার মাধ্যমে এর সমাধান হয়ে যাবে। সিদ্দিকুর বলেন, পোশাক শিল্পের জন্য সব থেকে সমস্যার বিষয় হলো ভ্যাট। ভ্যাট থাকলেই হয়রানি হবে। তাই আমরা রফতানি খাতকে সম্পূর্ণভাবে ভ্যাট মুক্ত রাখার দাবি জানাচ্ছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন