বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

প্রো-কাবাডি লিগে তিন বাংলাদেশী

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জুন, ২০১৮, ১২:০০ এএম

ভারতের প্রো-কাবাডি লিগে এবার খেলবেন বাংলাদেশের তিন খেলোয়াড়। এরা হলেন- নৌবাহিনীর জিয়াউর রহমান, বিজিবির জাকির হোসেন এবং বিমান বাহিনীর সোলায়মান কবির।
এই তিনজনই গত বছর প্রো-কাবাডি লিগে খেলেছিলেন। এবারও সুযোগ পেয়েছেন তারা। তবে আসন্ন প্রো-কাবাডির জন্য বাংলাদেশ থেকে ১৬ জনের নাম পাঠানো হয়েছিল। যার মধ্যে টিকেছিলেন সাতজন। বাকি চারজন হলেন- পুলিশের মাহফুজুল করিম, বাংলাদেশ জেলের সাজিদ হোসেন, বিজিবির সবুজ মিয়া ও ফাতিম ফুয়াদ। তবে এই চারজন নিলামে শেষ পর্যন্ত আর বিক্রি হননি। ব্যাঙ্গালুরু বুলস চড়া দামে কিনে নিয়েছে নৌবাহিনীর জিয়াউর রহমানকে। এরপরেই হরিয়ানা স্টিলার্সে বিক্রি হন বিজিবির জাকির হোসেন ও বিমানের সোলায়মান কবির। ১৯ অক্টোবর শুরু হবে ভারতের জনপ্রিয় প্রো-কাবাডি লিগের খেলা। ফলে এশিয়ান গেমসের পরেই তারা যোগ দেবেন নিজ নিজ দলে। এ বিষয়ে জাতীয় দলের সহ-অধিনায়ক জাকির হোসেন বলেন, ‘এই অঞ্চলের পেশাদার কাবাডি লিগে আমরা তিনজন ফের খেলতে যাচ্ছি। অনেক অভিজ্ঞতা হয় এখানে খেলে। আমরা অনেক কিছু শিখতে পেরেছি। এবারও যাবো। আশাকরি নিজেদের সবটুকু দিয়েই আমরা চেষ্টা করবো।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন