শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

হলিউড শীর্ষ পাঁচ

| প্রকাশের সময় : ১১ জুন, ২০১৮, ১২:০০ এএম

১ সোলো : আ স্টার ওয়ার্স স্টোরি, ২ ডেডপুল টু, ৩ অ্যাড্রিফ্ট,
৪ অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার, ৫ আপগ্রেড
আপগ্রেড
লি ওয়ানেল পরিচালিত সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘আপগ্রেড’। ওয়ানেল প্রধানত অভিনেতা তবে তিনি এর বাইরে ২০১৫’র ‘ইনসিডিয়াস : দ্য লাস্ট কি’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন।
এমন এক ভবিষ্যতের গল্প যখন সবকিছু নিয়ন্ত্রণ করে যন্ত্র- গাড়ি থেকে শুরু করে গৃহস্থালির কাজ এবং অপরাধ দমন। এক নির্দয় ছিনতাইয়ের শিকার হয় গ্রে ট্রেইস (লোগান মার্শাল-গ্রিন) আর তার স্ত্রী এশা (মেলানি ভেয়েহো)। এতে এশা নিহত হয় গ্রে প্যারালাইজড হয়ে শয্যাগত হয়। একসময়ের সক্রিয় মানুষ গ্রে বিছানায় বন্দী হয়ে পড়ে। এরন কিন (হ্যারিসন গিলবার্টসন) নামে এক টেক-বিলিয়নেয়ার ‘স্টেম’ নামে তার প্রতিষ্ঠান উদ্ভাবিত একটি মাক্রোচিপের মাধ্যমে গ্রেকে সুস্থ হবার সুযোগ দেবার প্রস্তাব করে। প্রযুক্তির ওপর গ্রে’র আস্থা না থাকলেও সে রাজি হয়ে যায়। তার শরীরে স্থাপন করা হয় স্টেম। একসময় সে অনুভব করে তার সব কাজই নিয়ন্ত্রণ করছে স্টেম।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন