শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ইসলামী ফ্রন্ট ও ছাত্রসেনার ইফতার মাহফিল

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জুন, ২০১৮, ১২:০০ এএম

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও ছাত্রসেনা ফেনী জেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল গত শনিবার শহরের মিজান রোডস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ইসলামী ফ্রন্ট ফেনী জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা নুরন্নবী রহমানীর সভাপতিত্বে ও শহীদ উল্লাহ পাটোয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন, উপদেষ্টা মাওলানা আলমগীর হোসেন, জাকারীয়া আশেকী, সহ-সভাপতি বদিউজ্জামান হামদানি, সাধারন সম্পদক অধ্যাপক মাওলানা কাজী নুরুল আলম, মাওলানা আবু ইউছুফ, মাওলানা ফরায়েজী, মাওলানা জাকারিয়া মাসুদ, মাওলানা মোজাম্মেল হক চৌধুরী, মাওলানা জয়নাল আবেদিন ও মো. লোকমান আলী বিএসসি প্রমুখ। ইফতার পূর্বে আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে আজ মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। আমরা সরকারের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানাই। তবে মাদকের নামে কোনো নিরিহ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় আমরা সরকারের প্রতি এই উদাত্ত আহবান জানাই। আমরা চাই দেশ মাদকমুক্ত হোক। আমাদের দেশের মুসলমানের সন্তানেরা এই মাদকের ছোবল থেকে যেন বেরিয়ে এসে নিজেদের শোধরিয়ে নিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারে। পরে দেশ ও জাতীর মঙ্গল কামনায় দোয়া করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন