শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কাপ্তাইয়ে পাহাড় ধসের শঙ্কা

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুন, ২০১৮, ১২:০০ এএম

গত ২ দিনের ভারিবর্ষণে কাপ্তাই উপজেলার বিভিন্নস্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির খবর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাওয়া যায়নি। কাপ্তাই, মিতিঙ্গাছড়ি, মিশন এলাকা, লগগেইট, ঢাকাইয়া কলোনীসহ বিভিন্ন এলাকায় পাহাড় ধসের খবর পাওয়া যায়। কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় বহু মানুষ এখনও মৃত্যুর ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস করছে। উপজেলা প্রশাসনের পক্ষ হতে বার, বার মাইকিং করা হচ্ছে নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে আসার জন্য। ইতোমধ্যে সকল ইউপি চেয়ারম্যান, সদস্যদের সার্বক্ষনিক নজরদারি খবরা-খবর রাখার জন্য প্রশাসনের পক্ষ হতে নির্দেশ দেয়া হয়েছে। তবে গত বছর ১৩ জুন ভয়াবহ পাহাড় ধস বহু লোকজনের হতাহতের ঘটনার আশঙ্কায় আতঙ্ক বিরাজ করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন