বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে গৃহবধূ আলেয়া খাতুনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার ভোর রাতে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের চরবালিথা গ্রামে এ ঘটনাটি ঘটে। আলেয়া খাতুন সদর উপজেলার আগরদাড়ি গ্রামের আব্দুল ছালেকের মেয়ে। নিহতের ভাই আব্দুল খালেক জানান, প্রায় ১৫ বছর আগে তার বোন আলেয়া খাতুনের সাথে উপজেলার কুলিয়া ইউনিয়নের চরবালিথা গ্রামের হাসেম গাজীর ছেলে ট্রলি চালক আবুল কাশেমের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে বিভিন্ন সময় তার স্বামী আবুল কাসেম, শ্বশুর হাসেম গাজী, শাশুড়ি রহিমা খাতুন ও ননদ তাসলিমা খাতুন আলেয়ার ওপর নির্যাতন চালাতো। নির্যাতন থেকে রক্ষা পেতে আলেয়ার স্বামীকে এ পর্যন্ত ১০ লাখ টাকা যৌতুকও প্রদান করা হয়েছে। এরপরও রক্ষা পায়নি তার বোন। গতকাল সোমবার ভোর রাত ৩টার দিকে তার বোনকে পিটিয়ে হত্যা করে গলায় রশি দিয়ে টানিয়ে আত্মহত্যা বলে প্রচার করা হয়েছে। নিহত আলেয়া খাতুন দাম্পত্য জীবনে দুই সন্তানের জননী। দেবহাটা থানার উপ-পরিদর্শক মাসুদুজ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন