শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মৌলভীবাজারের বন্যা প্লাবিত এলাকায় সেনাবাহিনী মোতায়েন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৮, ৯:০১ এএম

টানা বৃষ্টি আর উজানের ঢলে প্লাবিত মৌলভীবাজারের কুলাউড়া এবং রাজনগর উপজেলার শতাধিক গ্রামে উদ্ধার তৎপরতা এবং এবং বন্যা দুর্গত এলাকায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর দুটি ইউনিট। শুক্রবার থেকে সেনাবাহিনী তাদের কার্যক্রম শুর করেছে। রাজনগরে বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল আফতাব এবং ক্যাপ্টেন আশরাফ এর নেতৃত্বে উপজেলায় প্লাবিত এলাকায় শুক্রবার সন্ধ্যা থেকে কাজ শুরু করেছে সেনাবাহিনীর ৩৫ সদস্যের একটি টিম। রাজনগর কলেজে অস্থায়ী ক্যাম্প করে তাদের কার্যক্রম পরিচালনা করবেন। এই তথ্য নিশ্চিত করেছেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি আক্তার। এ দিকে শুক্রবার বিকেলে মনু নদের কদমহাটা এলাকায় প্রতিরক্ষা বাধ ভেঙে প্লাবিত হয়েছে রাজনগর উপজেলার আরো কয়েকটি এলাকা। রাজনগরে প্লাবিত গ্রামের সংখ্যা অন্তত ৬০ টি, মনু নদে যত পানি বাড়ছে ততই প্লাবিত হচ্ছে নতুন এলাকা। এদিকে কুলাউড়া উপজেলায় প্লাবিত ৬০ টি গ্রামের পাশাপাশি মনু নদের পানি বাড়ার সাথে সাথে আরো নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। কুলাউড়ার হাজিপুর ইউনিয়নে সেনাবাহিনী একটি অস্থায়ী ক্যাম্প করে তাদের কার্যক্রম পরিচালনা করবে। মৌলভীবাজার জেলা প্রশাসক তোফায়েল ইসলাম জানান, কুলাউড়া এবং রাজনগরে সেনাবাহিনী প্লাবিত এলাকায় কাজ করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
আবুল কাসেম ১৬ জুন, ২০১৮, ১১:১১ এএম says : 0
আল্লাহ তুমি তাদের প্রতি রহমত নাযিল করো
Total Reply(0)
অমিত কুমার ১৬ জুন, ২০১৮, ১১:১২ এএম says : 0
সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন