শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বিশ্বকাপের কারণে ঈদের সিনেমার দর্শক কমেছে

| প্রকাশের সময় : ২০ জুন, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: ঈদ ও বিশ্বকাপ ফুটবল একই সময়ে শুরু হওয়ায় ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর ওপর ফুটবলের প্রভাব পড়েছে। দিনের বেলার শোগুলোতে কিছুটা দর্শক হলেও, সন্ধ্যার শো মোটামুটি ফাঁকা হয়ে যায়। কারণ এবারের বিশ্বকাপের ফুটবল ম্যাচের শুরু সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত। ফলে সিনেমা হলগুলোর সন্ধ্যা ৬টা ও রাত ৯টার শোতে দর্শক সংখ্যা ৫০-এর নিচে নেমে আসে। এবারের ঈদে পাঁচটি সিনেমা মুক্তি পেলেও ঈদের সিনেমা হিসেবে দর্শকের মধ্যে যে ধরনের সাড়া পড়ার কথা, তেমন সাড়া পড়ছে না। অনেক আসন খালি রেখেই প্রদর্শনী চালু করতে হচ্ছে হল মালিকদের। অথচ ঈদের সময় এমন হওয়ার কথা নয়। এর একটাই কারণ বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা। রাজমনি সিনেমা হলে চলছে আবদুল মান্নান পরিচালিত পাঙ্কু জামাই সিনেমা। সিনেমা হলের সহকারী ম্যানেজার দিলীপ বিশ্বাস জানান, বিশ্বকাপ ফুটবলের কারণে দর্শক সংখ্যা কমে গেছে। দিনের শোগুলোতে মোটামুটি দর্শক হলেও, সন্ধ্যা ও রাতের শোগুলো একেবারে ফাঁকা হয়ে পড়ে। বিশ্বকাপ ফুটবলের প্রভাবের কারণে এমনটি হচ্ছে। জোনাকী সিনেমা হলে চলছে উত্তম আকাশ পরিচালিত চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া। সিনেমা হলের কাউন্টার ম্যানেজার ফরিদ আহম্মেদ বলেন, দিনের শোগুলোতে মোটামুটি দর্শক থাকে। সন্ধ্যার শো থেকে কমে যায়। ঈদের সময় এটা অস্বাভাবিক। বিশ্বকাপ ফুটবলের কারণেই দর্শক কমে গেছে। একই চিত্র দেখা গেছে শ্যামলী, সনি, বলাকাসহ আরো কয়েকটি সিনেমা হলে। উল্লেখ্য, পাঙ্কু জামাই সারাদেশে ৫০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। সুপার হিরো মুক্তি পেয়েছে ৮০টি সিনেমা হলে। চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া মুক্তি পেয়েছে ৯০টি সিনেমা হলে। পোড়ামন-২ মুক্তি পেয়েছে ২২টি সিনেমা হলে। কমলা রকেট মুক্তি পেয়েছে দুটি সিনেমা হলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন