শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ইনক্রেডিবল্স টু

| প্রকাশের সময় : ২২ জুন, ২০১৮, ১২:০০ এএম

ব্র্যাড বার্ড পরিচালিত এনিমেটেড অ্যাকশন-অ্যাডভেঞ্চার ফিল্ম ‘ইনক্রেডিবল্স টু’। ‘দি আয়রন জায়ান্ট : সিগনেচার এডিশন’ (২০১৫), ‘টুমরোল্যান্ড’ (২০১৫), ‘দি আয়রন জায়ান্ট : ফ্যামিলি ফেভারিটস’ (২০১২), ‘মিশন ইম্পসিবল- গোস্ট প্রোটোকল’ (২০১১), ‘র‌্যাটাটুই’ (২০০৭), ‘দি ইনক্রেডিবল্স’ (২০০৪) এবং ‘আয়রন জায়ান্ট’ বার্ড পরিচালিত চলচ্চিত্র।
পার পরিবার তাদের সুপারহিরো ক্ষমতার স্বীকৃতি পেয়েও জানে তাদের এই বিশেষ ক্ষমতা ব্যবহার করা অবৈধ। আন্ডারমাইনারকে রুখতে গিয়ে তারা আটক হয় এবং তাদের ভবিষ্যতও এখন অস্পষ্ট। তবে, ডেভটেকের ধনবান ডিভার ভাইবোনরা তাদের পুনর্বাসন করতে চাই এবং তারে সুপার্সদের ইমেজ উজ্জ্বল করতে চায়, ঠিক ইলাস্টিগার্লের (ভয়েস : হলি হান্টার) মত। সাংসারিক ঝামেলা আর সইতে পারছে না মি. ইনক্রেডিবল (ভয়েস : ক্রেইগ টি নেলসন)। এদিকে নতুন সুপারভিলেন স্ক্রিন¯েøভারকে (ভয়েস : বিল ওয়াইজ) একা সামলাতে না পেরে মি. ইনক্রেডিবলের শরণাপন্ন হয় ইলাস্টিগার্ল।


হলিউড শীর্ষ পাঁচ
১ ইনক্রেডিবল্স টু
২ ওশান’স এইট
৩ ট্যাগ
৪ ডেডপুল টু
৫ সোলো : আ স্টার ওয়ার্স স্টোরি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন