আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
আড়াইহাজার উপজেলা সদরে একটি মার্কেটের ৪তলা থেকে পড়ে ইকবাল হোসেন (২০) নামে এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, গতকাল (মঙ্গলবার) দুপুরে দুবাই প্রবাসী নুর খানের মালিকানাধীন দুবাই প্লাজা নামক মার্কেট ভবনের ৪তলায় পিলার নির্মাণের কাজ করার সময় পা পিছলে নির্মাণ শ্রমিক ইকবাল ৪ তলা থেকে পড়ে যান। লোকজন তাকে সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক বিধায় ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আহত ইকবালের বাড়ি বগুড়া জেলায়।
মন্তব্য করুন