বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আদিবাসীদের আত্মহত্যা ঠেকাতে কানাডায় জরুরি অবস্থা

প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে কানাডার একটি আদিবাসী সম্প্রদায় অন্টরিও প্রদেশের অটোয়াপিস্কাট ফার্স্ট নেশন। দারিদ্র্যসীমার খুবই নিম্নস্তরে বসবাসকারী ১৪ লাখ জনসংখ্যা অধ্যুষিত এই সম্প্রদায়টির মানুষ খুবই গরীব। আর এ কারণেই আত্মহত্যার প্রবণতাও বেশি তাদের মাঝে। কানাডার আদিবাসী এই সম্প্রদায়টির আত্মহত্যা ঠেকাতে জরুরি অবস্থা জারি করা হয়েছে অটোয়াপিস্কাট ফার্স্ট নেশন অঞ্চলে। গত শনিবার অঞ্চলটিতে আত্মহত্যার চেষ্টা করে ১১ জন মানুষ। এরপরেই প্রদেশটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এ ঘটনাকে হৃদয়বিদারক বলে আখ্যায়িত করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। চলতি বছরের অঞ্চলটিতে আত্মহত্যার চেষ্টা করেছিল ২৮ জন। গত বছরের সেপ্টেম্বর থেকে এ সংখ্যা ১০০ জন, যার মধ্যে মারা গেছে একজন। জীবন নিয়ে হতাশা অনেক বেশি কানাডার আদিবাসী সম্প্রদায়ের মধ্যে। অটোয়াপিস্কাট ফার্স্ট নেশন সম্প্রদায়ের প্রধান ব্রুস শিশেস বলেন, ১১ জন লোক আত্মহত্যার চেষ্টা করেছে। আর এতে বাধ্য হয়েই জরুরি অবস্থা জারি করেছেন তিনি। ঘটনার পরপরই সঙ্কট মোকাবেলায় রাজ্য সরকারের পক্ষ থেকে একটি ইউনিট পাঠানো হয়েছে আদিবাসী সম্প্রদায়টির কাছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন