শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শেরপুরে সন্ত্রাস বিরোধী মামলায় ৬ জেএমবি সদস্যের বিভিন্ন মেয়াদে সাজা

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৮, ৩:৫২ পিএম

শেরপুর জেলা স্পেশাল ট্রাইবুনালে সন্ত্রাস বিরোধী এক মামলার রায়ে ৬ জেএমবি সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন বিচারক।
আদালত সূত্রে জানাগেছে, ২০১০ সালের ২১ জানুয়ারী জেলা শহরের ঢাকলহাটিতে জেএমবি সদস্যরা গোপন বৈঠক করছিল। সেখানে অভিযান চালিয়ে পুলিশ জেএমবির বই বিস্ফোরক দ্রব্যসহ ৫ জেএমবি সদস্যকে গ্রেফতার করে। পরে ৭ জনের বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগ দায়ের করলে ১৬ জন্য স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে আজ ২৫জুন দুপুরে জেলা স্পেশাল ট্রাইবুনালের বিচারক এম এ নূর জেএমবি সদস্য নাজমুন শাহাদতকে ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস, মনিুরজ্জামান মানিক কাওছার, তানভীর, মারুফ হাসান রনি, সোয়েব, আমির হামজা খালিদকে ৫ বছর করে সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাস করে সাজা প্রদান করেন।
আসামী পক্ষে আইনজীবি এডভোকেট আব্দুল মজিদ বাদল এ রায়ে অসন্তুষ প্রকাশ করে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলেন জানান।
সরকারের পক্ষে ভারপ্রাপ্ত পিপি এডভোকেট অরুন কুমার সিংহ রায় সন্তোষ প্রকাশ করেন।
এদিকে রায় প্রদান উপলক্ষে আজ সকাল থেকেই আদালত চত্বরে আড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন