বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মেগান-হ্যারির আসছে যমজ সন্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৮, ১২:০৬ এএম

যমজ সন্তান আসতে চলেছে মেগান-হ্যারির জীবনে। ব্রিটিশ রাজপরিবারে আপাতত খুশির হাওয়া বইছে। গত মাসেই ইংল্যান্ডের উইন্ডসর ক্যাসেলে ঘটা করে হয়েছে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের বিয়ের অনুষ্ঠান। আর এবার খবর এল, ডিউক অ্যান্ড ডাচেস অফ সাসেক্স এবার বাবা-মা হতে চলেছেন। স¤প্রতি এক ব্রিটিশ ম্যাগজিন সূত্রে এমন খবরই মিলেছে। তবে খুশির খবর এখানেই শেষ নয়। জানা গিয়েছে, মেগানের কোল জুড়ে পুত্র ও কন্যা মিলিয়ে আসছে যমজ সন্তান। গত ১৯ মে রাজকীয়ভাবে পরিণয়বদ্ধ হন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। আর এরপরই গোপনে মধুচন্দ্রিমা সেরে এসেছেন তাঁরা। আর তারপরে এই খুশির খবরটা বোধহয় আশাতীতই ছিল। জানা গিয়েছে, রাজ পরিবারে নতুন সদস্য আগমনের খবর, প্রিন্স হ্য়ারি ও মেগান মার্কেল সবার আগে জানিয়েছিলেন প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনকে। আর তারপর থেকে কেট আপাতত মেগানকে মাতৃত্বের টিপস দিতে ব্যস্ত। ব্রিটিশ ওই ম্যাগাজিন সূত্রে খবর, কেট মেগানকে জানিয়েছে ব্রিটিশ রাজপরিবারের নিয়ম অনুসারে কোনও রয়্যাল অনুষ্ঠানে বেবি বাম্প প্রকাশ্যে আনার নিয়ম নেই, এমনকি মাতৃত্বকালীন শরীরচর্চার সময়ও বেবি বাম্প ঢেকে রাখাই নিয়ম। পাশাপাশি মেগান যেন শরীরের দিকে বিশেষ খেয়াল রাখেন সেটাও তাঁকে জানিয়েছেন কেট। আবার, এক ব্রিটিশ ম্যাগজিনে প্রকাশিত খবর অনুসারে ম্যাগান ও হ্যারির বিয়ের অনুষ্ঠানের বেশকিছুদিন আগে থেকেই মেগানের মা হওয়ার খবর মিলেছিল। যদিও ব্রিটিশ রাজপরিবারে বিয়ের আগে সন্তানসম্ভবা হওয়ার রীতি নেই। তবুও ব্রিটিশ রাজ পরিবারে প্রিন্স হ্যারি বরাবরই নিয়ম ভেঙেছেন। যদিও মেগান ও হ্যারির তরফে এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি। দ্যা ন্যাশন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন