মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

অর্থছাড়ে প্রকল্প পরিচালকদের ক্ষমতা বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৮, ১২:০৩ এএম

সরকারের চলমান আর্থিক সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে ‘উন্নয়ন প্রকল্পসমূহের অর্থ অবমুক্তি ও ব্যবহার নির্দেশিকায়’ সংশোধন এনেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। সংশোধনীতে অর্থছাড়ে প্রকল্প পরিচালকদের ক্ষমতা বাড়নো হয়েছে। পাশাপাশি এখন থেকে অর্থবছরের প্রথম দিন থেকেই টাকা পাওয়া যাবে। গতকাল বৃহস্পতিবার অর্থ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বর্তমানে মন্ত্রণালয়/বিভাগ/অধিদফতর/পরিদফতর/অন্যান্য প্রতিষ্ঠান বাস্তবায়নাধীন প্রকল্পের বাংলাদেশ সরকার (জিওবি) অংশের বরাদ্দ সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ কর্তৃক ছাড় করার বিধান রয়েছে। এ প্রক্রিয়ায় প্রকল্প পরিচালকগণকে অর্থছাড়ের অনুমোদন গ্রহণে দীর্ঘ ২/৩ মাস অতিবাহিত হয়। সংশোধিত পদ্ধতিতে উন্নয়ন প্রকল্পের প্রধম ও দ্বিতীয় কিস্তির অর্থ ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রণালয়/বিভাগ থেকে বিভাজন আদেশ জারি এবং অর্থছাড় করার প্রয়োজন হবে না। প্রকল্প পরিচালকরা বাজেট বরাদ্দের আলোকে জুলাই মাসের প্রথম দিন হতে সরাসরি অর্থ ব্যবহারে সক্ষম হবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন