স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে দৈনিক কালেরকণ্ঠ পত্রিকার উপ-সম্পাদক মোস্তফা মামুন ও চ্যানেল২৪-এর সিনিয়র রিপোর্টার রেজওয়ান উজ জামান রাজিব।
শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত অন্য সদস্যরা হলেনঃ সহ-সভাপতি কাজী শহিদুল ইসলাম(আজকালের খবর) ও তালহা বিন নজরুল (মানবজমিন), যুগ্ম সম্পাদক- বদিউজ্জামান মিলন (প্রথম আলো) ও আশরাফ হোসেন মিথুন (জনকন্ঠ), সাংগঠনিক সম্পাদক মো. সামন হোসেন (মানবজমিন), অর্থ সম্পাদক- সুদীপ্ত আহমদ (নিউ এজ) এবং দফতর সম্পাদক- জিয়াউদ্দিন সাইমুম। এ ছাড়া কার্যনির্বাহী কমিটির ১০টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইকরামউজ্জামান, রফিকুল ইসলাম মিঞা, পারভিন নাসিমা নাহার পুতুল, মো. সাহাবউদ্দিন সাহাব, শেখ সাইফুর রহমান, আমিনুল হক মল্লিক, খায়রুল ইসলাম শাহিন, রাকীবুর রহমান, এসজি আকবর ও রফিকুল ইসলাম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন