শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তুরস্কের সীমান্ত শহরে আরো দুটি রকেটের আঘাত

প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কের সীমান্তবর্তী একটি শহরের কেন্দ্রস্থলে গত মঙ্গলবার পরপর দ্বিতীয় দিনের মতো প্রতিবেশী দেশ সিরিয়া থেকে ছোড়া দুটি রকেট আঘাত হেনেছে। স্থানীয় সংবাদ মাধ্যম এ কথা জানায়। বার্তা সংস্থা দোগানের খবরে বলা হয়, মঙ্গলবার গ্রিনিচ সময় ০৬৪০টায় সিরিয়ার সীমান্তবর্তী প্রধান শহর কিলিসের কেন্দ্রস্থলে এ দুই রকেট আঘাত হানে। হাসপাতালের একটি প্রতিনিধি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। গত সোমবার এ শহরে সিরিয়ার উত্তরাঞ্চল থেকে ছোড়া পাঁচটি রকেটের আঘাতে কমপক্ষে চারজন আহত হয়েছে। এসব রকেট কারা ছুড়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তুরস্কের সীমান্তবর্তী একটি এলাকা জিহাদিরা পুনরায় দখল করে নেয়ার পর দেশটির সেনাবাহিনী সিরিয়ায় ইসলামিক স্টেট গ্রুপের অবস্থানের ওপর গোলাবর্ষণ শুরু করেছে। এ সপ্তাহে তুরস্কের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, তুরস্কের গোলন্দাজ বাহিনী তাদের কিলিস শহরের সীমান্ত অঞ্চল থেকে আইএসের অবস্থান লক্ষ্য করে শেল নিক্ষেপ করে। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন