বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ শফি বিক্রমপুরীর আজ ৭৬তম জন্মদিন। ১৩৫০বাংলা সনের ২০আষাঢ় তিনি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার সেলামতি গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব থেকে তিনি ঢাকায় বসবাস করছেন। তিনি ঢাকায় ৫০ বছর নামে একটি বই লিখেছেন। বইটি ২০০৮ সালে প্রকাশিত হয়েছে। ৬০দশকের প্রথম দিকে তিনি চলচ্চিত্রে সাথে সম্পৃক্ত হন। মুক্তিযুদ্ধভিত্তিক আলোচিত চলচ্চিত্র অরুনোদয়ের অগ্নি সাক্ষী, কলমিলতাসহ অনেক কালজয়ী চলচ্চিত্র তিনি উপহার দিয়েছেন। বাংলাদেশের চলচ্চিত্রের সোনালী সময়ের আলোচিত ব্যক্তিত্ব শফি বিক্রমপুরী আজও চলচ্চিত্রাঙ্গণের সবার আপজন। সেই সাথে সৎ, নির্ভিক ও আদর্শবান রাজনীতিবিদ হিসেবেও তিনি অত্যন্ত সুপরিচিত। ১৯৭৯ সালে তিনি মুন্সীগঞ্জ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। এরপর ওই বছরই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহবানে তিনি বিএনপিতে যোগদান করেন। বর্তমানে তিনি বিভিন্ন সমাজ সেবা মূলক কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তার নিজ এলাকা শ্রীনগরে স্কুল, মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা করেছেন। তার এইজন্মদিন পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়াভাবে পালন করা হবে বলে ব্যক্তিগত সহকারী এস এম মোর্তুজা হোসাইন জানিয়েছেন। তিনি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন