মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাজ্যে বিষাক্ত নার্ভ এজেন্টে সংজ্ঞাহীন এক যুগল

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৮, ১২:০৭ এএম

সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে হত্যাচেষ্টায় যে বিষাক্ত রাসায়নিক ব্যবহৃত হয়েছিল, সেই একই নার্ভ এজেন্ট নোভিচকের ক্রিয়ায় উইল্টশায়ারের এক যুগলকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে যুক্তরাজ্য পুলিশ। এইমসবুরির একটি বাড়ি থেকে ওই যুগলকে, যাদের ৪৫ বছর বয়সী চার্লি রৌলি ও ৪৪ বছর বয়সী ডন স্টারজেস উদ্ধার করা হয়। তাদের দু’জনের অবস্থাই ‘গুরুতর’ বলে জানিয়েছে বিবিসি। রৌলি ও স্টারজেসের ‘অতীত এমন কিছু ছিল না’ যাতে তারা হামলার লক্ষ্য হতে পারেন বলে ইঙ্গিত মেলে, জানিয়েছে পুলিশ। মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার নিল বসু বলেছেন, উইল্টশায়ারের যুগল যে নোভিচক নার্ভ এজেন্টের সংস্পর্শে এসেছেন তা সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে হামলায় ব্যবহৃত নোভিচকের সঙ্গে একই ব্যাচে এসেছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন